পরিচয়পত্র প্রদর্শনে হাইকোর্টের সার্কুলার
নিম্ন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ও তাদের সহকারীদের পরিচয়পত্র প্রদর্শন করতে তিনটি স্মারক ও সার্কুলার জারি করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। এছাড়া নিম্ন আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারীদের অফিসিয়াল ইউনিফর্ম (দাফতরিক পোশাক) পরিধান করার জন্যও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার এই তিনটি স্মারক ও সার্কুলার জারি করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন। এ বিষয়ে রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এজলাসে বিচারক ও আইনজীবীদের পরিচয়পত্র প্রদর্শন করতে বলা হয়েছে। এছাড়া চতুর্থ শ্রেণির কর্মচারীদের নির্ধারিত ইউনিফর্ম পরিধানের বিষয়টিও সার্কুলারে রয়েছে।
আইনজীবীদের পরিচয়পত্র প্রদর্শন সংক্রান্ত সার্কুলারে বলা হয়েছে, ‘আদালত অঙ্গন ও আদালতের সঙ্গে সংশ্লিষ্ট সকলের যথাযথ নিরাপত্তা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নিকট অতীতে আদালত অঙ্গনে নাশকতা সংঘটনের দ্বারা বিচারক ও আইনজীবীগণের প্রাণনাশের ঘটনা সংঘটিত হয়েছে। সে কারণে বিচারালয়ে নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে আইনজীবীদের ছদ্ম পরিচয়ে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের আদালত অঙ্গণে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা অতীব জরুরি।’
স্মারকে আরো বলা হয়, ‘এছাড়া আইনজীবীদের ছদ্ম পরিচয়ে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের আদালত অঙ্গনে প্রবেশের ফলে মামলার আদেশ/রায়ের সার্টিফাইড কপি জালিয়াতিসহ নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলশ্রুতিতে একদিকে যেমন বিচার বিভাগ তথা পেশাজীবী হিসেবে আইনজীবীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে বিচারপ্রার্থী অসহায় জনগণ এদের দ্বারা নানাবিধ প্রতারণা ও ভোগান্তির শিকার হচ্ছেন। সে কারণে অধস্তন আদালতের আইনজীবীদের অফিস সময়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শন অতীব প্রয়োজন।’
‘এ অবস্থায় অধস্তন আদালতের আইনজীবীদের অফিস সময়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ আইনজীবী সহকারীদের বিষয়ে জারি করা স্মারকে বলা হয়, ‘আদালত অঙ্গন ও আদালতের সঙ্গে সংশিষ্ট সকলের যথাযথ নিরাপত্তা বিধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্ত নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে আদালত ভবনে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের (টাউট, দালাল ইত্যাদি) প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা অতীব জরুরি। সে লক্ষ্যে অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তা এবং আদালতের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের অফিস সময়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শন একান্ত আবশ্যক।’
চতুর্থ শ্রেণির কর্মচারীদের ব্যাপারে স্মারকে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে অধস্তন আদালতের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের অফিস সময়ে অফিসিয়াল ইউনিফর্ম (দাপ্তরিক পোষাক) পরিধান বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও অনেকেই তা পরিধান করে না। উক্ত কর্মচারীদের অফিসিয়াল ইউনিফর্ম পরিধান করার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা আবশ্যক।’
এ অবস্থায় অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তা এবং আদালতের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের অফিস সময়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শন ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের অফিসিয়াল ইউনিফর্ম পরিধানের বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এফএইচ/এআরএস/বিএ