ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

সুপ্রিম কোর্টের সামনে হিজবুত তাহরিরের মিছিল

প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির। সোমবার দুপুর ১২টায় সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে তারা নারায়ে তাকবির আল্লাহু আকবার ধ্বনিতে মিছিল করতে থাকে তারা। তবে এসময় পুলিশ তখন নীরব ভূমিকা পালন করে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে একজন এসআই এসে বলেন, আপনারা এতোজন পুলিশ এখানে থাকতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কীভাবে মিছিল করে। আপনারা কি আঙ্গুল চুষছেন। মিছিলের ফেস্টুন ও ব্যানারে গ্রেফতার হওয়া হিজবুত তাহরিরের নারী কর্মীদের মুক্তি দাবি জানানো হয়েছে।

সংগঠনের নারী নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে তারা সুপ্রিম কোর্টের প্রধান গেটের ঠিক সামনের রাস্তায় প্রায় শতাধিক নেতাকর্মী এই মিছিলে অংশ নেয়। মিছিল করার সময় সুপ্রিম কোর্টের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যরা ছুটাছুটি করতে দেখা যায়।

মিছিলে কর্মীদের হাতে লেখা ফেস্টুন ও ব্যানার ছিল। তাতে লেখা রয়েছে, ‘হে মুসলমান গণ, নিষ্ঠাবান মহিলাদের গ্রেফতারের মাধ্যমে জালিম হাসিনা ও দালাল সরকারের সাম্রাজ্যবাদী কাফির রাষ্ট্রসমূহের পক্ষে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে তার হাতকে প্রসারিত করছে।’

এফএইচ/বিএ