ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বার কাউন্সিল নির্বাচন : ভোট গণনা নিয়ে করা রিট খারিজ

প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ব্যালট গণনা ছাড়া আনুষ্ঠানিক ফল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো.আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাস্ট্রপক্ষের শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিট আবেদনের পক্ষে ছিলেন আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে রোববার রিট আবেদনটি দায়ের করেন। রিটে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস ও বার কাউন্সিল অর্ডার-১৯৭২ এর বিধিমালার ১৫ (২) বিধি অনুসারে, সারা দেশের সব কেন্দ্র থেকে ব্যালট পেপার আসার পর বার কাউন্সিলের চেয়ারম্যানকে সব ব্যালট গণনা করে ফল ঘোষণা করতে হবে।

ব্যালট গননা না করে সারা দেশের কেন্দ্র থেকে প্রেরিত ফলাফল যোগ করেই অফিসিয়ালি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। রিটে বিষয়টির বৈধতা চ্যালেঞ্জ করা হয়। সোমবার শুনানি শেষে আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে আজ খারিজ করে দেন।

প্রসঙ্গত, গত ২৬ আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিল নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১১টি পদ পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ ও সমমনা সমর্থক সম্মিলিত আইনজীবী পরিষদের সাদা প্যানেল। বাকি ৩টি পদ পেয়েছে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী ঐক্যের নীল প্যানেল।

এফএইচ/এসকেডি/আরআইপি