ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

খোকার বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই

প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করেছেন আদালত। ফলে তার বিরুদ্ধে দুর্নীতি মামলা চলতে আর কোনো বাধা থাকলো না।

সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

প্রসঙ্গত, ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে ২০১০ সালে ২৯ জুন দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদ বাদী হয়ে সাদেক হোসনে খোকার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

পরে এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন তিনি। খোকার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত ও রুল জারি করে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালে ১৮ অক্টোবর ডিসিসির তৎকালীন মেয়র সাদেক  হোসেন খোকাসহ ১৩ কর্মকর্তা পরস্পর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে একদিনে ৪৯ জন কর্মচারী নিয়োগ দেন।  ওই ৪৯ কর্মচারী একই দিনে মৌখিক পরীক্ষা, নিয়োগপত্র এবং চাকরিতে যোগদান করেন।

এফএইচ/এসকেডি/আরআইপি