ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধ : ট্রাইব্যুনাল-২ থেকে ১ এ মামলা স্থানান্তর

প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ থেকে  মানবতাবিরোধী অপরাধের অভিযোগের দুটি মামলা  ট্রাইব্যুনাল -১ এ স্থানান্তর করা হয়েছে।  এর মাধ্যমে ট্রাইব্রুনাল একটি হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার।

মামলা দুটি হলো, হবিগঞ্জের দুই সহদর রাজাকার কমান্ডার মহিবুর রহমান ওরফে বড় মিয়া ও মজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া। অপরদিকে, জামালপুরের রাজাকার আশরাফ হোসেনসহ আট জনের বিরুদ্ধে চার্জ হেয়ারিংয়ের জন্য দিন নির্ধারিত করা থাকলেও তা ট্রাইব্যুনাল-১ এ পাঠিয়ে দেয়া হয়েছে।
অন্য যে সমস্ত মামলার আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা করা হয়েছিল সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ট্রাইব্যুনাল -১ এ চলে যাবে বলে জানা গেছে।

হবিগঞ্জের দুই সহদর রাজাকারের বিরুদ্ধে চার্জ হেয়ারিংয়ের জন্য ৬ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা ছিল।  দুই সহদরের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রযেছে  হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, অগ্নিসংযোগ  ও ভাংচুর ।

এদিকে, মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের রাজাকার আশরাফ হোসেনসহ আট জনের বিরুদ্ধে অভিযোগের  শুনানীর জন্য ১৫ সেপ্টেম্বর দিন নির্ধারণ ছিল। এই মামলার আট আসামীর মধ্যে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ছয় আসামী পলাতক রয়েছে। গ্রেফতারকৃত দুই জন হলেন, অ্যাডভোকেট শামসুল আলম ওরফে বদর ভাই ও এস এম ইউসুফ আলী। পলাতক ছয় জন হলেন- আলবদর বাহিনীর উদ্যোক্তা মো. আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. আব্দুল হান্নান, মো. আব্দুল বারী, মো. হারুন ও মো. আবুল কাসেম।

এর আগে গত ৬ মে ওই ছয় জন আইনের দৃষ্টিতে পলাতক কি-না সে বিষয়ে জানাতে এবং তাদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রসিকিউশনকে আদেশ দেয়া হয়। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও তারা আত্মসমর্পণ বা গ্রেফতার হননি।

এ ছাড়া  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নেত্রকোনার রাজাকার কামান্ডার মো. ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে।  

বাকী অন্য মামলার প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ মামলা গুলোর মধ্যে রয়েছে শরিয়তপুরের দুইজন আসামীর মধ্যে সোলায়মান নামে একজন গ্রেফতার হয়েছে। যশোরের জামায়াতে ইসলামীর সাবেক এমপিসহ ১২ জনের বিরুদ্ধে তদন্ত হলেও চারজন গ্রেফতার হয়েছেন। কিশোরগজ্ঞের পাঁচজনের মধ্যে একজন, মহেশখালীতে ১৮ জনের মধ্যে চারজন, হবিগঞ্জের তিন জনের সকলেই গ্রেফতার হয়েছেন। এই মামলাগুলোর এখন তদন্ত চলছে।

# পুনর্গঠন হচ্ছে মানবতাবিরোধী ট্রাইব্যুনাল

এফএইচ/এএইচ/পিআর