ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ফুলকোর্ট সভা বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৪ পিএম, ৩০ এপ্রিল ২০১৯

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামী বৃহস্পতিবার (২ মে) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বলা হয়েছে, আগামী (২ মে) বৃহস্পতিবার বিকেল তিনটায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ফুলকোর্ট সভায় বিভিন্ন বিচারাঙ্গণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে তা নিয়েও ফুলকোর্ট সভায় উপস্থাপন করা হয়। পদাধিকারবলে দেশের প্রধান বিচারপতি সভাপতির নেতৃত্ব দেন।

এফএইচ/এমআরএম/এমকেএইচ

আরও পড়ুন