ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বছিলায় জঙ্গি আস্তানায় অভিযান : প্রতিবেদন ৩০ মে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ৩০ এপ্রিল ২০১৯

রাজধানীর বছিলার মেট্রো হাউজিংয়ে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৩০ মে ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম মামলার এজাহার গ্রহণ করে তদন্ত করে আগামী ৩০ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন র‌্যাব-২ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল্লাহ। মামলায় অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, জঙ্গি আস্তানা রয়েছে- এমন সন্দেহে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর বছিলার মেট্রো হাউজিং এলাকায় অভিযান শুরু করে র‌্যাব সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা সেখানে বিস্ফোরণ ঘটায়। ভোর ৫টার দিকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আস্তানাটি ঘেরাওয়ের পর কেয়ারটেকারসহ তিনজনকে আটক করেন র‌্যাব সদস্যরা। তারা হলেন- কেয়ারটেকার সোহাগ, সোহাগের স্ত্রী মৌসুমী ও স্থানীয় মসজিদের ইমাম ইউসুফ।

সোমবার সকাল ৯টার দিকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে যায় র‌্যাবের বম্ব ডিসপোজাল দল। তারা সেখানে ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন।

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ পরে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘জঙ্গি আস্তানায় কমপক্ষে দু'জন নিহত হয়েছেন। তিনটি পা দেখা গেছে। এখনও আস্তানায় আগুন জ্বলছে।’

নিহতদের পরিচয় জানতে চাইলে র‌্যাব ডিজি বলেন, ‘আমরা এখনও প্রাথমিক পর্যায়ে আছি, পরবর্তীতে তাদের পরিচয় বলা যাবে। তবে এটা নিশ্চিত যে তারা জঙ্গি।’

জেএ/এমআরএম/এমকেএইচ

আরও পড়ুন