ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

সড়ক পরিবহন আইন কার্যকরে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১০ এপ্রিল ২০১৯

নিরাপদ সড়কের দাবিতে গত বছর সারাদেশে তুমুল আন্দোলন গড়ে তোলে শিক্ষার্থীরা। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে করা সড়ক পরিবহন আইন- ২০১৮ কার্যকরে আগামী সাত দিনের মধ্যে গেজেট প্রকাশের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার রেজিস্ট্রি ডাকযোগে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিশ পাঠান। রাষ্ট্রপতির কার্যালয় সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, সংসদ বিষয়ক সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ মোট ৮ সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, শিক্ষার্থী আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংসদে সড়ক পরিবহন আইন- ২০১৮ পাস করে একই বছরের ৮ অক্টোবর আইনটি রাষ্ট্রপতির স্বাক্ষরের পর গেজেট আকারে প্রকাশ করা হয়।

কিন্তু এ আইনটির ১(২) ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতির গেজেটের পর আইনটি কার্যকর করতে সরকারের পক্ষ থেকেও গেজেট প্রকাশ করতে হবে। অথচ ছয় মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও আইনটি কার্যকরে কোন গেজেট প্রকাশ করেনি সরকার। তাই এ আইনটি কার্যকর করতে আগামী সাত দিনের মধ্যে সরকারকে গেজেট প্রকাশ করতে বলা হয়েছে।

এফএইচ/এমএসএইচ/এমকেএইচ

আরও পড়ুন