ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ফেসবুকে ভুয়া প্রশ্ন : ঢাবির ৩ শিক্ষার্থী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৩৭ পিএম, ০৭ এপ্রিল ২০১৯

ফেক ফেসবুক গ্রুপের মাধ্যমে মিথ্যা পরিচয়ে পরীক্ষার্থীদের মাঝে ভুয়া প্রশ্ন সরবরাহ করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৭ এপ্রিল) তাদের তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

এ সময় রাজধানীর হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- ঢাবি শিক্ষার্থী ইমরান খসরু (২৪), আহ্সান হাবীব (২৪) ও ইমরান হোসেন রাকিব (২৪)।

এর আগে শনিবার রাতে হাজারীবাগ থানা এলাকা থেকে তাদের তিন জনকে গ্রেফতার করে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।

আসামিরা বিভিন্ন ফেক ফেসবুক গ্রুপের মাধ্যমে মিথ্যা পরিচয়ে এসএসসি/দাখিল/এইচএসসি পরীক্ষার্থীদের ভুয়া প্রশ্ন সরবরাহ, ফেল সাবজেক্টসমূহে পাস করিয়ে দেবে- এমন প্রলোভনে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। এ ঘটনায় রাজধানীর হাজারীবাগ থানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

জেএ/এনডিএস/

আরও পড়ুন