ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

রিমান্ড শেষে কারাগারে সাইবার দলের সভাপতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৫ পিএম, ৩০ মার্চ ২০১৯

জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি আশেক আহমেদের (৪০) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তিনদিনের রিমান্ড শেষে শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তেজগাঁও থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ফরিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) ঢাকা মহানগর হাকিম দিদার হোসেন তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধকে অবমাননা করে পোস্ট ও রাষ্ট্রবিরোধী প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

গত রোববার (২৪ মার্চ) রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আশেক আহমেদকে আটক করে র্যাব-৩ এর একটি টিম।

জেএ/জেএইচ/জেআইএম

আরও পড়ুন