ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

শহিদুল আলমের মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৪ মার্চ ২০১৯

আলোকচিত্রী ড. শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম আগামী ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত একটি আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (১৪ মার্চ) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন। আদালতে আজ শহিদুল আলমের পক্ষে আইনজীবী এ এফ হাসান আরিফ ও ব্যারিস্টার সারা হোসেন শুনানি করেন।

গত ৪ মার্চ মামলার তদন্ত কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। একই সঙ্গে আবেদনে মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়।

রিটে এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। রিটে স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বর্তমানে শহিদুল আলম এই মামলায় জামিনে রয়েছেন।

গত বছরের ১৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় আলোকচিত্রী ড. শহিদুল আলমকে জামিন দেন হাইকোর্ট। তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এই রায় ঘোষণা করেন।

এর আগে গত বছরের ১২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ৬ আগস্ট রমনা থানায় করা মামলায় শহিদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই আদেশ দেন।

এফএইচ/আরএস/এমকেএইচ

আরও পড়ুন