ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ইমরানের ওপর হামলা : প্রতিবেদন ৭ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৩ মার্চ ২০১৯

রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় প্রতিবেদন দাখিলের জন্য ৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৩ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী নতুন এ তারিখ ধার্য করেন।

২০১৭ সালের ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালায় দুষ্কৃতকারীরা। এতে ৪-৫ জন আহত হন।

হামলার পর গণজাগরণ মঞ্চের কর্মী নাসির উদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। মামলা নং ২৪। মামলায় অজ্ঞাতনামা ১০-১১ জনকে আসামি করা হয়।

জেএ/এনএফ/পিআর

আরও পড়ুন