ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

প্রধানমন্ত্রীর বোনের ছেলে পরিচয়ে প্রতারণা : সাজ্জাদ রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০২ মার্চ ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ও সেনা কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার সাজ্জাদ হোসেনের (৬২) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২ মার্চ) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর কাফরুল থানায় প্রতারণা অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক শরিফ উদ্দিন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভুইয়া চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রনফ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে আটক করে র‌্যাব-৩ এর একটি দল।

আটক সাজ্জাদ হোসেনের বাড়ি রংপুর সদরে। র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মারুফ হোসেন জানান, সাজ্জাদ দীর্ঘদিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর বোনের ছেলে পরিচয় দিয়ে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন পাইয়ে দেয়ার নামে টাকা হাতিয়ে নিতেন। এ ছাড়া তার বিরুদ্ধে সরকারি চাকরি, সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে।

জেএ/জেইউ/এএইচ/জেআইএম

আরও পড়ুন