ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

সায়েদাবাদে ইয়াবাসহ গ্রেফতার তিনজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর সায়েদাবাদ থেকে দুই হাজার ৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার তিন মাদক কারবারির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) তাদের তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় মাদক আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে মেয়র হানিফ জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করে র‌্যাব।

আটকরা হলেন- মো. রুবেল (২৭), আব্দুস ছাত্তার (৩০) ও তানভীর আহম্মেদ ওরফে জনি (৩৩)।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ উপ-অধিনায়ক মেজর আশরাফুল হকের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার শাহীনুর চৌধুরী ও এএসপি শহিদুল হক মুন্সীর সমন্বয়ে বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে মেয়র হানিফ জামে মসজিদের সামনে থেকে দুই হাজার ৯৮০ পিস ইয়াবাসহ ওই তিনজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকরা পেশাদার মাদক কারবারি। প্রতিনিয়ত তারা টেকনাফ, কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে মাদক এনে সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মতিঝিল এবং মুগদাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো।

জেএ/এনডিএস/এমকেএইচ

আরও পড়ুন