ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

কুমিল্লায় বাসে আগুন : খালেদার জামিন আবেদন হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

কুমিল্লায় বাসে আগুন দিয়ে আটজনকে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার খালেদার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ আবেদন করেন।

সূত্র জানায়, হাইকোর্টের বিচারপতি এ কে আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আগামী সপ্তাহে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

মামলার বিবরণে জানা যায়, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে ৭ জন ও হাসপাতালে নেয়ার পর ১ জনসহ মোট ৮ যাত্রী মারা যায়।

ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে পরদিন ৩ ফেব্রুয়ারি রাতে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন।

এফএইচ/জেডএ/এনএফ/এমকেএইচ/জেআইএম

আরও পড়ুন