ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

মান্নান দম্পতির বিরুদ্ধে অধিকতর শুনানি ২ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এ দিন ধার্য করেন। আজ (মঙ্গলবার) মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে তাদের সিনিয়ার আইনজীবীর সাথে মামলার বিষয় পরামর্শ না হওয়ায় সময়ের আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করে নতুন করে ২ এপ্রিল দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ২১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ চার হাজার টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুদক। এছাড়া তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ২১ অক্টোবর মামলা করে দুদক।

তদন্ত শেষে ২০১৫ সালের ১১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

জেএ/আরএস/জেআইএম

আরও পড়ুন