ইন্টারনেটভিত্তিক জুয়ার ওয়েবসাইট বন্ধে হাইকোর্টের রুল
ইন্টারনেটভিত্তিক জুয়ার সকল ওয়েবসাইট বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১৬ জানুয়ারি ‘ভারতীয় জুয়ারির জেল' শীর্ষক শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন এবং অন্যান্য দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে ২১ জানুয়ারি পিরোজপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়।
এফএইচ/এসএইচএস/আরআইপি