ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ওয়ারির র‌্যাংকিন স্ট্রিটে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১১:০৫ এএম, ২৪ আগস্ট ২০১৫

রাজধানীর ওয়ারির র‌্যাংকিন স্ট্রিট এলাকায় বাণিজ্যিক ভবণ নির্মানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওয়ারির র‌্যাংকিন স্ট্রিট এলাকায় বাণিজ্যিক ভবন নির্মাণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে ভূমিসচিব, ঢাকা জেলার ডিসি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, গ্রিন হোমসের ব্যবস্থপনা পরিচালক, হোম স্টোন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ মোট আটজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

সোমবার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আহমেদ সাইদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

রিটটি দায়ের করেছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহিনা বেগম। দুই সপ্তাহ আগে তিনি এ রিট আবেদনটি করেছিলেন বলে জানা গেছে।

আইনজীবী মাসুদ আহমেদ সাইদ সাংবাদিকদের বলেন, সরকারের স্টেট ম্যানুয়েল-১৯৫৮ এর পরিশিষ্ট-৫ মতে, ওয়ারীর আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক ভবন নির্মানের সুযোগ নেই। কিন্তু এর তোয়াক্কা না করে বিভিন্ন রিয়েল স্টেট কোম্পানিরা বাণিজ্যিক ভবন নির্মাণ করে যাচ্ছে। যার প্রেক্ষিতে আমরা একটি রিট আবেদন দায়ের করি শুনানি শেষে আদালত সোমবার এ আদেশ দেয়।

এফএইচ/এসকেডি/একে/আরআইপি