আরও ছয় মামলায় গ্রেফতার সোহেল, একটিতে রিমান্ডে
রাজধানীর রমনা থানার দুটি ও শাহবাগ থানার চারটি নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে রমনা থানার নাশকতার মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সোহেলকে কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় রমনা থানার দুটি ও শাহবাগ থানার নাশকতার চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
অপরদিকে রমনা থানার নাশকতার দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এক মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর মামলায় তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সোহেলকে গ্রেফতার করে পুলিশ। সোহেলের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে অর্ধশতাধিক মামলা রয়েছে। এ জন্য দীর্ঘদিন আত্মগোপনেও ছিলেন তিনি। তাকে ধরতে তার শান্তিনগরের বাসায় একাধিকবার তল্লাশি চালিয়েও ব্যর্থ হয় পুলিশ।
গত ১ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় প্রকাশ্যে দেখা গিয়েছিল সোহেলকে। বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর ওই জনসভায় বক্তব্যও দিয়েছিলেন তিনি।
জেএ/এনডিএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ শিবিরের ৪ নেতাকে হাত ও চোখ বেঁধে গুলি করে পঙ্গু করা হয়
- ২ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ৩ সমাজসেবা অধিদপ্তরের ডিজিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
- ৪ যুবদল নেতা হত্যা: রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শেখ জামাল
- ৫ পঞ্চদশ সংশোধনীর রুলে পক্ষভুক্ত হলেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান