ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ন্যায় বিচারে মোরাল গ্রাউন্ড দরকার

প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৩ আগস্ট ২০১৫

বিচারপতিদের মধ্যে যদি মোরাল গ্রাউণ্ড না থাকে তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিয়া।

রোববার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে শহীদ শফিউর রহমান মিলনায়তনে সাবেক একজন বিচারপতির স্মরণ সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

আবদুল ওয়াহ্হাব মিয়া বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো মোরাল গ্রাউন্ড।
 
হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি আমিন আহমেদের ২৪তম মৃত্যুবার্ষিকী উপেলক্ষে আলোচনা সভা ও গোল্ড মেডেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আমিন আহমেদ ট্রাস্ট।

আমিন আহমেদের স্মৃতিচারণ করে বিশেষ অথিতির বক্তব্যে ওয়াহ্হাব মিয়া বলেন, আমিন আহমেদ একজন আগা-গোড়া মুসলমান ছিলেন। তিনি সময়ের প্রতি ছিলেন খুবই দায়িত্ববান।’

অনুষ্ঠানের সাবেক প্রধান বিচারপতি এটি এম আফজালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)। এছাড়াও বিচারপতি কাজী এবাদুল হক, আমিন আহমেদের কনিষ্ঠ কন্যা জেরিনা মহসিন বক্তব্য দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

অনুষ্ঠানে তিন কৃতি শিক্ষার্থীকে গোল্ড মেডেল ও সনদ প্রদান করা হয়। ফেরদৌসি রহমান, আবু সাঈদ ও আহসান হাবীবের হাতে এসকে সিনহা গোল্ড মেডেল ও সনদ তুলে দেন।

এফএইচ/একে/এমআরআই