ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বিএনপি-জামায়াত ভুয়া ভোটার তৈরি করতো

প্রকাশিত: ১২:৩১ পিএম, ২৩ আগস্ট ২০১৫

ব্যারিস্টার আমিরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের কালো কোট পরিয়ে ভুয়া ভোটার তালিকায় সুযোগ করে দিয়ে ভোট নিতো। এটা আইনজীবীদের জন্য ছিলো কলঙ্কিত অধ্যায়। রোববার দুপুরে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রংপুরে আইনজিবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন ।

তিনি আরো বলেন, ৫ হাজার ভুয়া ভোটার তৈরি করে এর আগে বার কাউন্সিল নির্বাচনে নিজেদের পক্ষে রায় ছিনিয়ে নেয়ার পায়তারা করেছিলো বিএনপি-জামায়াত সমর্থিত আইনীজবী নেতারা কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি। এবার উচ্চ আদালতের নির্দেশে ভোটার তালিকা সংশোধন করা হয়েছে।

এ সময় তিনি ২৬ আগস্টের নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।

রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হক প্রামানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পিপি আব্দুল মালেক অ্যাডভোকেট প্রমুখ।

এসএস/এমআরআই