ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

পচা গম : রাষ্ট্রপক্ষের আপিল খারিজ

প্রকাশিত: ০৬:২২ এএম, ২০ আগস্ট ২০১৫

ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে করা আপিল খারিজ করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এই আদেশের ফলে হাইকোর্টের দেয়া আদেশ সুপ্রিমকোর্টেও বহাল রইলো।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের করা আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ (নট প্রেসর্ডরিজেক্টেট) উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন ।

রাস্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সাংবাদিকদেরকে এই তথ্য নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী পাবেল মিয়া।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, সকালে আপিল আবেদনের ওপর শুনানি শুরু হলে গম নিয়ে হাইকোর্টের দেয়া আদেশের যেহেতু কোথাও থেকে কোন অভিযোগ উঠেনি বা কেউ গম ফেরত দেয়নি তাই রাষ্ট্রপক্ষের করা এই আপিলের কার্যকারিাতার কোনো মূল্য নেই। আমি এই আপিলের শুনানি করতে চাই না। পরে আদালত তা উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন।

এর আগে গত ৯ জুলাই রাস্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের আদেশ গত ২৬ জুলাই পর্যন্ত স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এবং বিষয়টি শুনানির জন্য প্রধান বিচারপতি নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছিল।

২৬ জুলাই হাইকোর্টের আদেশ আরো দুই সপ্তাহের জন্য স্থগিত করে আপিল বিভাগ। মজুত থাকা বাকী গম আর বিতরণ না করতে সংশ্লিষ্টদের প্রতি ওইদিন আদেশ দেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে নিয়মিত “লিভ টু আপিল” করতে বলেন আদালত। রাস্ট্রপক্ষের আনা লিভ টু আপিলের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার উপস্থাপিত হয়নি মর্মে খারিজ আদেশ দেন আপিল বিভাগ।

ব্রাজিল থেকে আমদানি করা গম  খাওয়ার উপযোগী প্রতিবেদন দেয়া হলেও তা কাউকে জোর করে দেয়া যাবে না এবং কেউ ফেরত দিতে চাইলে তা ফেরত নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আদেশ দিয়ে গত ৮ জুলাই আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণসহ রিট আবেদনটি নিস্পত্তি করে এ আদেশ দেন।

ব্রাজিল থেকে আমদানি করা গম খাবার উপযোগী উল্লেখ করে হাইকোর্টে গত ৫ জুলাই প্রতিবেদন দাখিল করে খাদ্য অধিদফতর। এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের শুনানির তারিখ ধার্য করা হয়েছিল ৮ জুলাই। গত ৩০ জুন এক আদেশে ব্রাজিল থেকে আমদানি করা গম খাবারের উপযোগী কি-না তা পরীক্ষা করে আদালতকে জানাতে নির্দেশ দেয়া হয়।

সে নির্দেশে খাদ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) প্রতিবেদন দাখিল করেন। লিখিত প্রতিবেদনে খাদ্য অধিদফতরের পরীক্ষাগারসহ বিভিন্ন পরীক্ষাগার থেকে প্রাপ্ত সকল রিপোর্ট মোতাবেক উক্ত গম মানুষের খাওয়ার উপযোগী বলে উল্লেখ করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস এ প্রতিবেদন আদালতে উত্থাপন করে আদালতে শুনানি করেন।

ব্রাজিল থেকে আমদানি করা গমের মান বিষয়ে তদন্ত চেয়ে হাইকোর্টে গত ২৮ জুন রিট পিটিশনটি দায়ের করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী পাভেল মিয়া। ব্রাজিল থেকে গম আমদানি করা গম মানহীন ও মানবদেহের জন্য ক্ষতিকর মর্মে গনমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ ও প্রচার করা হয়। প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জনস্বার্থে রিটটি দায়ের করা হয়।

এফএইচ/এসকেডি/এএইচ/আরআইপি