ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

নিপুণ-রুমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:২২ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৮

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সেই সাথে ১০ কার্যদিবসের মধ্যে যেকোনো এক দিন জেলগেটে তাদের জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাকে অনুমতি দিয়েছেন।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে নিপুণ রায় চৌধুরী ও আরিফা সুলতানা রুমাকে হাজির করে পুলিশ। এ সময় বিএনপি অফিসের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ডিবি পুলিশ তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে। অপরদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুরের আদেশ দেন। সেই সাথে তদন্ত কর্মকর্তাকে ১০ কার্যদিবসের মধ্যে যেকোনো এক দিন জেলগেটে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএ/এমবিআর/জেআইএম

আরও পড়ুন