ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

নিজেরাও এই কাতারে যুক্ত হলাম : জঙ্গি নিয়ে অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৯ আগস্ট ২০১৫

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আজকে আমরা একটি ব্রেকিং নিউজ দেখেছি, সুপ্রিম কোর্টের তিন আইনজীবী ধরা পড়েছেন। এর মাধ্যমে আমরা (আইনজীবী) নিজেরাও এই জঙ্গির কাতারে যুক্ত হলাম, এটা খুবই দুঃখের বিষয়।

বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি শহিদ সফিউর রহমান মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষয়দের  উদ্দ্যেগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এটা কী অশনি সংকেত নয়? আমরা আইনজীবীরা কখনোই টেরোরিস্ট পথে নেই। আজ যে তথ্য এসেছে এটি খুবই উদ্বেগের বিষয়।

মাহবুবে আলম বলেন, ‘আজকে ব্রেকিং নিউজ হয়েছে আমাদের এই সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী গ্রেফতার হয়েছেন গতকাল (মঙ্গলবার)। হামজা ব্রিগেড নামে একটি নতুন দল হয়েছে জেএমবি তাদের অর্থায়নে ব্যপারে তাদের নাকি হাতে নাতে ধরা হয়েছে। এই যদি হয় তাহলে আজকে অবস্থা এই মৌলবাদীর সাথে আইনজীবীদের যুক্ত হওয়ার প্রবণতা দেখা হয়, ব্যাপারটি নিশ্চয়ই তদন্তাধীন আছে, এ ব্যাপারে চূড়ান্ত কথা বলায় সময় এখন নাই। কারণ আইনজীবী হিসেবে আমি সেই কথাটা বলবও না।’

তিনি আরো বলেন, এই ঘটনাটা আগে আমাদের সুপ্রিম কোর্টে ঘটেনি। যে তিনজন আইনজীবী, তাদের মধ্যে একজন ব্যারিস্টার মহিলা গ্রেফতার হয়েছেন। এটা কি আমাদের জন্য একটা অশনি সংকেত না?

‘আমরা আইনজীবীরা কোনো দিনই চরমপস্থায় ছিলাম না। আমরা কোনদিনই চরমপন্থা দিকে যাইনি। এটি এখন নতুন ভাবে একটি জিনিস দেখা যাচ্ছে। এটি আমাদের জন খুবই উদ্বেগের বিষয় বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

রাষ্ট্রের প্রধান এ আইন কর্মকর্তা আরো বলেন, এ জিনিসটা (উগ্রবাদিতা) ইতোমধ্যে ইঞ্জিনিয়ারদের মধ্যে ঢুকেছে, আপনারা দেখেছেন একজন প্রখ্যাত সার্জেন তার ছেলেকে পাওয়া গেছে জঙ্গি হিসেব সংশ্লিষ্টতায়, চিকিৎসক, প্রকৌশলী সবাই এর বাইরে নয়। মনে হয় কৃষিবিদরা এখনও এর হাত থেকে মুক্ত আছেন, ধরা না পড়লে বুঝা যাবে নাই।

মাহবুবে আলম বলেন, আমরা নিজেরাও এই কাতারে যুক্ত হলাম, এটা খুবই দুঃখের বিষয়। এই ব্যাপারে আমাদের এখনই সচেতন থাকতে হবে। হুশিয়ার থাকতে হবে। যেকোনো মূল্যে আমরা এই ভুখণ্ডের লোকজন যেভাবে অসাম্প্রদায়িক ও উদার মতবাদ নিয়ে আমরা জীবন-ধারণ করেছি, পরমত সহ্য করে এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই একত্রে থেকেছি এটা আমাদের বিরাট এক ট্রেডিশান। এটা যেকোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে আর্থিক সহযোগিতা দেওয়ার অভিযোগে বিএনপি দলীয় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়েসহ তিন আইনজীবীকে গ্রেফতার করেছে র্যা ব।

গ্রেফতার হওয়া তিনজন হলেন- ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা (৩৯), অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন (৩০) এবং অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন (২৫)। এর মধ্যে শাকিলা ফারজানা ও লিটন সুপ্রিম কোর্টের আইনজীবী।

এফএইচ/আরএস/এমআরআই