ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

খালেদার আসনে বিএনপি প্রার্থী মজনুকে গ্রেফতার নয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১৫ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসন ফেনী-১ থেকে দল মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুর জামিন না হওয়া পর্যন্ত গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রাজধানীর বিভিন্ন থানায় মোট ২২টি মামলায় জামিন চেয়ে করা পৃথক পৃথক আবেদনের শুনানি না করে রোববার (২ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মুহাম্মাদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ মৌখিকভাবে এ নির্দেশ দেন।

আদালতে মজনুর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট এম. মাসুদ রানা। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট রমজান আলী।

২২ মামলার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল, মিটিং, গোপন বৈঠক, পুলিশের দায়িত্ব পালনে বাধা ও ককটেল বিস্ফোরণ রয়েছে।

আইনজীবী মাসুদ রানা জাগো নিউজকে বলেন, চলতি বছর রফিকুল আলমের বিরুদ্ধে রাজধানীর রমনা, পল্টন ও মতিঝিল থানায় মোট ২২টি মামলা হয়েছে। এসব মামলায় তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। রোববার আবেদনের শুনানির জন্য (কজলিস্টে) তালিকায় ছিল। কিন্তু শুনানি না করায় আমরা আদালতের কাছে মজনুকে যেন গ্রেফতার বা হয়রানি না করা হয় এমন নিশ্চয়তা চাই। তখন আদালত মৌখিকভাবে এ নির্দেশ দেন।

আগামীকাল তার জামিন আবেদনের ওপর শুনানি হবে বলেও জানিয়েছেন হাইকোর্ট।

এফএইচ/এএইচ/জেআইএম

আরও পড়ুন