ঋণ খেলাপি ড. শামসুল হক ভূঁইয়ার নির্বাচন অনিশ্চিত
ঋণ খেলাপির দায়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ হারালেন চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. শামসুল হক ভূঁইয়া। ফারমার্স ব্যাংকে তার ৬০ কোটি টাকার ওপরে খেলাপি ঋণ রয়েছে।
এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বারজজ আদালতে তার প্রার্থিতা আটকে যায়।
বিষয়টি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, খেলাপি ঋণ সংক্রান্ত জটিলতার কারণে চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ড. শামসুল হক ভূঁইয়া থাকছেন না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ হারানোর পর বিকল্প প্রার্থী হিসেবে কে আসছেন তা এখন দেখার বিষয়।
এফএইচ/বিএ