ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বিচার বিভাগ ফেল করলে রাষ্ট্রের কিছু্ই থাকে না

প্রকাশিত: ০৬:১৫ এএম, ১৮ আগস্ট ২০১৫

বিচার বিভাগ ফেল করলে রাষ্ট্রের আর কোন কিছু্ই থাকে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। সেরকারী মালিকানাধীন একাত্তর টিভিতে প্রচারিত বিচার বিভাগ নিয়ে টকশো’র বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধান বিচারপতিকে জানানোর পর মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সাকা চৌধুরীর রায়ের আগে গত ১৬ জুলাই দৈনিক জনকণ্ঠে ‘সাকার পরিবারের তৎপরতা: পালাবার পথ কমে গেছে’ শিরোনামে এক কলাম প্রকাশিত হয়। ওই কলামে আদালত অবমাননার অপরাধে গত ১৩ আগস্ট জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ এবং কলাম লেখক স্বদেশ রায়কে সাজা দেয় আপিল বিভাগ।
এ মামলার শুনানির সময় জনকণ্ঠের পক্ষে প্রধান বিচারপতির কথোপকথন নিয়ে একটি অডিও রেকর্ড উপস্থাপন করতে চান। কিন্তু আদালত তা উপস্থাপন করতে দেয়নি। পরে ১০ আগস্ট এ অডিও একাত্তর টিভিতে প্রচার করা হয়। ১১ আগস্ট আপিল বিভাগ একাত্তর টিভিতে প্রচারিত প্রতিবেদন তলব করেন। আদালতের আদেশ মতে গত ১৬ আগস্ট একাত্তর টিভি প্রচারিত প্রতিবেদনটি সিডি জমা দেন।

মঙ্গলবার এ বিষয়ে আদেশের দিন ধার্য্যি ছিলো। কিন্তু সিডিটি পুরোপুরি পরীক্ষা না করে আদেশ দিবেন না বলে অ্যাটর্নি জেনারেলকে জানান প্রধান বিচারপতি।

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, একাত্তর টিভির সিডি জমা দেয়ার দিনও টকশোতে আদালতের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আইনজীবীও ওই আলোচনায় অংশ নিয়েছেন।  

তখন প্রধান বিচারপতি বলেন, এটা একটি প্রতিষ্ঠান। ব্যক্তি বিচারকের কথা নয়। এই প্রতিষ্ঠান (বিচার বিভাগ) ফেল করলে রাষ্ট্রে আর কিছু্ই থাকবে না।

প্রধান বিচারপতি আরো বলেন, চুরি ডাকাতিও অপরাধ। এটাও (আদালত অবমাননা) একটা অপরাধ। আমেরিকান প্রেস ফ্রিডমের কথা বলা হয়। সেখানে বিচারাধীন বিষয় নিয়ে সমালোচনা হয় না। বিশ্বের কোথাও এ রকম নজির নেই। জাজমেন্টের পর যে সমালোচনা হয় সেটা গঠনমূলক সমালোচনা। এখন এটা যদি এরা না বুঝেন তাহলে তো কি আর করা।

এরপর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ একাত্তর টিভির বিষয়টি পরীক্ষার পর আদেশ দেয়ার কথা বলেন।

এফএইচ/এএইচ/পিআর