ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

১০০ বান্ডিল ত্রাণের টিন আত্মসাতের বৈধতার আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:২৪ পিএম, ১১ নভেম্বর ২০১৮

ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই সাবেক সংসদ সদস্য (এমপি) মো. হাফিজ ইব্রাহিমের ১০০ বান্ডিল ত্রাণের ঢেউটিন আত্মসাত করার মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিভিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে, আগামী ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত। এর ফলে বিচারিক আদালতে তার বিরুদ্ধে মামলা চলতে আর কোন বাধা নেই।

রোববার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে. এম. হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ. কে. এম. আমিন উদ্দিন মানিক। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন।

এরআগে ৮ নভেম্বর বৃহস্পতিবার রুলের ওপর উভয় পক্ষের শুনানি শেষ করা হয়। ওই দিন শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য ছিল।

গত ১ অক্টোবর ২০১৩ সালে হাইকোর্ট মামলাটির তার অংশ কেন বাতিল হবে না মর্মে রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত করেন।

ঘটনার বিবরণ
২০০৭ সালের ১৩ জুন বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের ৩টি টিনের ঘর থেকে ১০০ বান্ডিল ত্রাণের ঢেউটিন ভোলা নৌ- কন্টিনজেন্ট এবং বোরহান থানা যৌথভাবে উদ্ধার করে। ওই ঢেউটিনের বিষয়ে ওই মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক মো. হাফিজ ইব্রাহিম (সাবেক সংসদ সদস্য) এবং কলেজের অধ্যক্ষ এস. এম. গজনবী জড়িত বলে জানা যায়।

ওই ঘটনায় বোরহান উদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দু’জনকে আসামি করে বোরহান উদ্দিন থানায় মামলা দায়ের করেন। দুদকের সহকারী পরিচালক রামমোহন নাথ মামলাটি তদন্ত শেষে ২০০৯ সালের ১৮ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন।

অধ্যক্ষ এস. এম. গজনবী, চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, সাবেক সাংসদ মো. হাফিজ ইব্রাহিম ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহানকে নিয়ে ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটির ভারপ্রাপ্ত বিভাগীয় স্পেশাল জজ বরিশালে বিচারাধীন আছে। মামলাটিতে অন্য আসামিদের ৭ জন সাক্ষী হয়ে গেছে।

এফএইচ/এনএফ/এমএস

আরও পড়ুন