সারাদেশে বিক্ষোভ করবে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাজা বাতিল, তাদের সব মামলা প্রত্যাহার, ব্যারিস্টার মইনুল হোসেনসহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে 'প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল' কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
আগামীকাল (মঙ্গলবার) দুপুরে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ দেশের সব জেলা আইনজীবী সমিতিতে (বারে) এই কর্মসূচী পালন করা হবে। সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আজ (সোমবার) এ কর্মসূচির ঘোষণা দেন ।
জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মুখপাত্র ব্যারিস্টার একেএম এহসানুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
এফএইচ/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ চিকিৎসক পরিচয়ে প্রতারণা: ঢামেকে গ্রেফতার পাপিয়া কারাগারে
- ২ মেয়েসহ সাবেক মন্ত্রী আমুর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৩ যথাযথ আবেদন না থাকায় সাবেক মন্ত্রীসহ ১৩ আসামির পক্ষে শুনানি হয়নি
- ৪ ‘রাষ্ট্রীয় পদে যাওয়ার খবরে’ আসামিপক্ষে শুনানি করতে পারেননি সমাজী
- ৫ ৪৬তম বিসিএস পরীক্ষা কেন বাতিল করা হবে না, হাইকোর্টের রুল