ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

‘ডিজিটাল নিরাপত্তা আইনে অনুসন্ধানী সাংবাদিকতায় বাধা নেই’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৮

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ফ্রিডম অব এক্সপ্রেস, ফ্রিডম অব স্পিচ এবং অন্য কোনো স্বাধীনতা খর্ব করার জন্য নয়। এটা শুধু সাইবার সিকিউরিটি মেইনটেইনের জন্য। সেক্ষেত্রে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা হয়েছে তাতে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং বা ফ্রিডম অব এক্সপ্রেশন কোনোটাই ব্যাহত হবে না।’

রোববারে দুপুরে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নতুন যোগ দেওয়া বিচারকদের অরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতা এবং মুক্তমত প্রকাশে ডিজিটাল সিকিউরিটি আইনে (অ্যাক্ট) কোনো ধরনের বাধা নেই। যেহেতু এ আইন মুক্ত গণমাধ্যমে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না তাই ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধনের কোনো সম্ভাবনা নেই।’

আনিসুল হক আরও বলেন, ‘মন্ত্রিসভার অনুমোদন ছাড়া গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন সম্ভব নয়। বিদ্যমান সময়ের মধ্যে এসব প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। এ কারণে আগামীকাল সোমবার (২৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ সভায় এ বিষয়ে করণীয় সম্পর্কে নির্দেশনা চাওয়া হবে।’

তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে, আগামীকাল মন্ত্রিপরিষদ সভায় এটা যদি অনুমোদন হয়ে যায় তাহলে এটাকে নিশ্চয়ই সংসদে পাঠানো হবে, আমি জানি যে, আগামীকাল সংসদ শেষ হবে। সেক্ষেত্রে এটা পাস করানো সম্ভব না। এ জন্য আগামীকাল মন্ত্রিপরিষদের নির্দেশনা চাওয়া হবে, মন্ত্রিপরিষদ যে নির্দেশনা দেবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ এর প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে এবং প্রক্রিয়াগুলো সম্পন্ন করেই এটা পাস করাতে হবে।’

ডিজিটাল নিরাপত্তা আইন আগামীকাল সংসদে উঠছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় সেতুমন্ত্রী তার বক্তব্যে পরিষ্কার করে দিয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইন আর অ্যামেন্ডডেন্ট হবে না (সংশোধন হবে না)। আরেকটা কথা আমি সেই সঙ্গে বলতে চাই, সেটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ফ্রিডম অব এক্সপ্রেস, ফ্রিডম অব স্পিচ এবং অন্য কোনো স্বাধীনতা খর্ব করার জন্য নয়। এটা শুধু সাইবার সিকিউরিটি মেইনটেইন করার জন্য। সেক্ষেত্রে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা হয়েছে তাতে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং বা ফ্রিডম অব এক্সপ্রেশন কোনোটাই ব্যাহত হবে না।’

বিচার প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- আইন সচিব আবু লালেহ শেখ মো. জহিরুল হক।

এফএইচ/এনডিএস/জেআইএম

আরও পড়ুন