তফসিল ঘোষণার আগেই খালেদাকে মুক্তি দিন
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতাদের মুক্তি ও তারেক রহমানের সাজা বাতিলসহ ৭ দফা দাবি ঘোষণা করেছে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদীন এসব ঘোষণা পাঠ করেন।
এর আগে আইনজীবী ঐক্যফ্রন্টের আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, সুব্রত চৌধুরী, নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এস এম কামালউদ্দিন, শাহ আহমেদ বাদল, ফরিদুজ্জামান ফরহাদ, গোলাম মোস্তাফা খান প্রমুখ।
পরে সভাপতির বক্তব্যে জয়নুল আবেদীন সাতটি দাবি ঘোষণা দেন। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নির্দেশে নির্দেশিত হয়ে সাতটি দাবি ঘোষণা করছি। এসব হলো-
১. নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে আমরা খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতাদের মুক্তি দাবি করছি। তারেক রহমানের মামলা সাজা বাতিল করতে হবে।
২. জনগণ ভোটের মালিক, তাদের অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে।
৩. নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিরপেক্ষ সরকার ঘোষণা করতে হবে।
৪. আইনের শাসন কায়েম করতে হবে।
৫. বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
৬. সুপ্রিম কোর্টসহ সব জেলা আইনজীবী সমিতিতে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট ৭ দিনের মধ্যে গঠন করতে হবে।
৭. সারা বাংলাদেশের আইনজীবীদের নিয়ে একটি মহাসমাবেশ করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাক খান, মহসিন মিয়া, ইকবাল হোসেন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, গোলাম রহমান ভূইয়া, গোলাম মোস্তাফা, গাজী কামরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, কাজী জয়নাল, মির্জা আল মাহমুদ, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, সগীর হোসেন লিয়ন, শরীফ ইউ আহমেদ, শেখ তাহসীন আলী, মাহবুবুর রহমান প্রমুখ।
এফএইচ/জেএইচ/পিআর