ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

৭১ টিভির টকশোর সিডি দাখিল

প্রকাশিত: ০৪:০১ এএম, ১৬ আগস্ট ২০১৫

বিচারপতিদের কথোপকথন নিয়ে বেসরকারি টেলিভিশন ৭১ টিভিতে সম্প্রচার করা টকশোর ভিডিও ফুটেজের সিডি দাখিল করা হয়েছে। রোববার সকালে টিভি চ্যানেলের সংবাদ সম্বলিত সিডি অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগে দাখিল করেন। পরে আাগমী ১৮ আগস্ট মঙ্গলবার পরবর্তী আদেশের জন্য দিন ঠিক করেন আাদালত।

রোববার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে দুই সদস্যের আপিল বিভাগ বেঞ্চে এই আদেশ দেন।  এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং ৭১ টিভির পক্ষে ছিলেন আইনজীবী সালাউদ্দিন দোলন।

এছাড়া আদালতে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, ৭১ টিভির প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু, জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, ৭১ টিভির বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, মিথিলা ফারজানা ও ফারজানা রুপা প্রমুখ।

এর আগে গত ১১ আগস্ট মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এই আদেশ দেন। রোববার ১৬ আগস্টের মধ্যে ৭১ টিভির কর্তৃপক্ষ এ ভিডিও ফুটেজ জমা দিতে হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রসঙ্গত, দৈনিক জনকণ্ঠের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় তাদের প্রতিবেদনের স্বপক্ষে সাকা চৌধুরীর মামলা নিয়ে প্রধান বিচারপতির সাথে অন্য এক বিচারপতির টেলি কথোপকথনের শ্রুতিলিখন আদালতে তুলে ধরেন আইনজীবী সালাউদ্দিন দোলন। সেটা নিয়ে একাত্তর জার্নালে টকশো অনুষ্ঠিত হয়।

এফএইচ/আরএস/এমএস