ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মাসুদা ভাট্টির মানহানির মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২১ অক্টোবর ২০১৮

সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) আদালতে একটি মানহানি মামলা করা হয়েছে।

আজ (রোববার) দুপুরে মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে হাজির হয়ে সাংবাদিক মাসুদা ভাট্টি এ মামলা করেন।

আদালত এ বিষয়ে শুনানি নিয়ে পরে আদেশ দেবেন বলে জানান।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের টক শো ‘একাত্তরের জার্নাল’ এ ব্যারিস্টার মইনুল হোসেনকে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে আপনি যে হিসেবে উপস্থিত থাকেন- আপনি বলেছেন আপনি নাগরিক হিসেবে উপস্থিত থাকেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, আপনি জামায়াতের প্রতিনিধি হয়ে সেখানে উপস্থিত থাকেন।’

মাসুদা ভাট্টির এই প্রশ্নে রেগে গিয়ে মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে জামায়াতের কানেকশনের কোনো প্রশ্নই নেই। আপনি যে প্রশ্ন করেছেন তা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’

জেএ/এমবিআর/জেআইএম

আরও পড়ুন