ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

আইনের শাসনের অবস্থা ফাঁস করেছেন এসকে সিনহা : জয়নুল আবেদীন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০১ অক্টোবর ২০১৮

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, দেশে আইনের শাসনের বাস্তব অবস্থা সাবেক একজন প্রধান বিচারপতি (এসকে সিনহা) সব ফাঁস করে দিয়েছেন। আর গণতন্ত্রকে সরকার নির্বাসনে পাঠিয়েছে। সেখান থেকে আমরা গণতন্ত্রকে উদ্ধারের চেষ্টা করছি।

সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে ‘আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা’ শীর্ষক জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিল এ কনভেনশনের আয়োজন করে।

দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জয়নুল আবেদীন বলেন, ‘দেশে এখন খুন, গুম হচ্ছে। প্রতিদিন একজন গুম হচ্ছে। বিভিন্ন ঘটনায় ভৌতিক মামলা হচ্ছে।’

আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘দেশের প্রধান বিচারপতি রিফিউজি হয়ে গেছেন। সেদেশে কিসের বিচার, কিসের মানবাধিকার? মানবাধিকারতো সভ্য মানুষের জন্য।’

বিচারপতিদের ওপর সরকারের বিশেষ সংস্থার প্রভাব বিস্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে যদি কেউ পেটাতো, আমি বিচারপতি হলে তখন পদত্যাগ করতাম।’

মূল প্রবন্ধে গোলাম রহমান ভূঁইয়া বলেন, ‘আমাদের দেশে আইনের শাসন ঠিক কী পর্যায়ে আছে, সে বিষয়টি অনুমানের জন্য গণতন্ত্রের অবস্থা নিয়ে ভাবতে হবে। এদেশে একজন ব্যক্তির নিরাপত্তা একেবারেই শূন্যের কোঠায়। এটি এমন এক দেশ যেখানে রাজনৈতিক দলগুলো সাধারণ নাগরিকদের প্রতিপক্ষ মনে করে। বর্তমান পরিস্থিতিরই যদি এ হাল হয়, তবে সহজেই অনুমেয় ভবিষ্যতে কী হতে পারে? স্বাধীনতার ৪৭ বছর পর এতটা পথ পেরিয়ে এসে শেষ পর্যন্ত যদি জাতিকে আবার পেছন দিকে দৌড়াতে হয়, তাহলে কি গণতন্ত্রের অপমৃত্যু ঘটবে না?’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি জুলফিকার আলী জুনু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মীর হাসমত আলী, সমিতির সহ-সভাপতি গোলাম রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, গোলাম মোস্তফা, তৈমূর আলম খন্দকার, অ্যাডভোকেট আশরাফুজ্জামান, সাইফুর রহমান, গোলাম মো. চৌধুরী আলম, মো. শাহজাহান, মুহাম্মদ আলী ও ইউনুস আলী আকন্দ প্রমুখ।

এফএইচ/এসআর/আরআইপি

আরও পড়ুন