বিচারপতি খায়রুল হককে কুলাঙ্গার বললেন মাহবুব উদ্দিন খোকন
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কুলাঙ্গার বলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বারের) সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, সে (খায়রুল হক) আজকে দেশকে কোথায় নিয়ে গেছে। দেশে আজকে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। আমরা শুনেছিলাম, পাকিস্তানের সময় ১৮ বছর ভোটাধিকার ছিল না। এখন ২০০৮ সালের পর থেকে মানুষ ভোট দিতে পারছে না। এমনকি আওয়ামী লীগের লোকও ভোট দিতে পারছে না। তারা কী ভোট দিতে পারছেন?
বিএনপির এই আইনজীবী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার ভোট আমি দেব। এখন এই কথা কোথায়?
সোমবার আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা শীর্ষক জাতীয় কনভেনশনে তিনি একথা বলেন। সুপ্রিম কোর্ট মিলনায়তনে ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিল এ কনভেনশনের আয়োজন করে।
খোকন বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক অবসরে যাওয়ার একবছর পর রায় লিখলেন। এটার মাধ্যমে খায়রুল হক অপরাধ করেছেন।
তিনি বলেন, আমাদের খন্দকার মাহবুব হোসেন বলেছেন, অবসরে যাওয়ার পরে রায় লিখে তিনি (বিচারপতি খায়রুল হক) অপরাধ করেছেন। রায়ে তিনি তত্ত্ববায়ক সরকার আইন বাতিল করলেন। অথচ কোন গাইড লাইন দিলেন না, নির্বাচন কীভাবে হবে।
তিনি আরও বলেন, আজকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা রিফিউজি হয়ে গেছেন। যে দেশের প্রধান বিচারপতি রিফিউজি হয়ে যায় সে দেশে কিসের বিচার, কিসের মানবাধিকার, কিসের সংবাদপত্রের স্বাধীনতা? যে দেশে গণতান্ত্রিক সরকার থাকে, সভ্য মানুষ দেশ চালায় তাদের জন্য মানবাধিকার। আজকে কোনো কিছুই নেই। সব ধূলিস্যাৎ হয়ে গেছে।
বারের সম্পাদক বলেন, আমরা স্বাধীন দেশ হিসেবে থাকতে চাই। কারও আশ্রিত হিসেবে থাকতে চাই না। প্রধানমন্ত্রী একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলেন। অথচ ক্ষমতায় বসে এটা বাতিল করে দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মীর হাসমত আলী, সমিতির সহ-সভাপতি গোলাম রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, গোলাম মোস্তফা, তৈমূর আলম খন্দকার, অ্যাডভোকেট আশরাফুজ্জামান, সাইফুর রহমান, গোলাম মো. চৌধুরী আলম, মো. শাহজাহান, মুহাম্মদ আলী ও ইউনুস আলী আকন্দ প্রমুখ।
এফএইচ/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ গুলশানে গুলির ঘটনা ঘটেনি, ফুটেজ দেখার অনুরোধ সাবেক ওসি মাজহারের
- ২ ২১ আগস্ট গ্রেনেড হামলা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ৩ ‘জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের টার্গেট কিলিং করা হচ্ছে’
- ৪ বেনজীর ও মতিউর পরিবারের বিরুদ্ধে ৬ মামলার প্রতিবেদন ১১ মার্চ
- ৫ আদালত-বিচারকের নিরাপত্তায় কী ব্যবস্থা, জানতে চেয়ে চিঠি