ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

পেশাজীবী নেতা সেলিম ভূঁইয়ার জামিন বহাল

প্রকাশিত: ১০:০৯ এএম, ১৩ আগস্ট ২০১৫

গাড়ী পোড়ানোর তিন মামলায় পেশাজীবী নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে হাইকোর্টের দেয়া জামিনাদেশ বহাল রেখেছন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে সেলিম ভূঁইয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিলুরুজ্জামান।

এর আগে গত ২২ জুলাই যাত্রাবাড়ীতে গাড়ী পোড়ানোর ঘটনায় পুলিশের দায়ের করা তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন সেলিম ভূঁইয়া। হাইকোর্টের সে আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগ এ আদেশে দেন।

চলতি বছরের জানুয়ারিতে ২০ দলীয় জোটের হরতাল অবরোধের সময় গাড়ী ভাংচুর ও পোড়ানোর অভিযোগে বিএনপি পন্থী এই শিক্ষকের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে পুলিশ ।

এফএইচ/এসকেডি/এমআরআই