তরিকুল-খন্দকার মাহবুবসহ বিএনপির ৭ নেতার আগাম জামিন
রাজধানীর পল্টন ও আদাবর থানায় দায়ের করা মোট আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ ৭ জনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
মামলাগুলোর পুলিশ প্রতিবেদন না দেয়ার পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
জামিনপ্রাপ্ত বিএনপির অন্যান্য নেতারা হলেন- অ্যাডভোকেট আব্দুর রেজাক খান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আক্তারুজ্জামান, অ্যাডভোকেট ফেরদৌস ওয়াহিদা ও অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ।
জামিন সংক্রান্ত আবেদনের শুননি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও আমিনুল হক। সঙ্গে ছিলেন একে এম এহসানুর রহমান।
পরে এহসানুর রহমান সাংবাদিকদের বলেন, এর আগে গত ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর বিএনপির মানববন্ধন ও অনশন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের কর্তব্যকাজে বাঁধাদান ও নাশকতার চেষ্টার অভিযোগ এনে পল্টন ও আদাবর থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করেন। আজ জামিন আবেদন করার পর সে বিষয়ে শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।
এফএইচ/জেএইচ/এমএস