ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

আপিল করবেন সিরাজ মাস্টার ও আকরামের আইনজীবীরা

প্রকাশিত: ১০:৪৭ এএম, ১১ আগস্ট ২০১৫

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরামের আইনজীবী এম সারওয়ার হোসাইন বলেছেন, তিনটি অভিযোগের মধ্যে আমরা দুটিতে ন্যায় বিচার পেয়েছি। বাকি একটিতে ন্যায়বিচার পাইনি। আশা করি আপিলে ন্যায়বিচার পাবো।

মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধে রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সিরাজ মাস্টারের ফাঁসি এবং খান আকরামের আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করেন। এ রায়ে তিনটি অভিযোগের মধ্যে একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং দুটি থেকে খালাস পান খান আকরাম। রায় ঘোষণার পর আইনজীবী এম সারওয়ার হোসাইন সাংবাদিকদের এ কথা জানান।

এছাড়া রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিরাজের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আবুল হাসান বলেন, প্রসিকিউশন তাকে (সিরাজ মাস্টার) সব জায়গায় বাগেরহাট সাব ডিভিশনের রাজাকারের ডেপুটি কমান্ডার হিসাবে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু কোনো কাগজপত্র দিতে পারে নাই। এরপরও তার ব্যক্তিগত ভূমিকার ভিত্তিতে তাকে এমন দণ্ড দিয়েছেন আদালত।

এ সময় সিরাজ মাস্টার ও খান আকরাম হোসেন রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী। তারা বলেন, আমরা এই রায়ে সংক্ষুব্ধ, উচ্চ আদালতে আপিল করা হবে।

এক প্রশ্নের জবাবে আবুল হাসান বলেন, দণ্ড হলে আপিল করার সিদ্ধান্ত উনি (সিরাজ মাস্টার) আগেই দিয়ে রেখেছেন। তার ভিত্তিতেই আমি আপিলের সিদ্ধান্ত জানিয়েছি। তবে রায় ঘোষণার পর উনার সঙ্গে আমার কথা হয়নি।

আপিল করতে হলে সিরাজ মাস্টারের পক্ষে এখন একজন আইনজীবী নিয়োগ দিতে হবে। আর্থিক সামর্থ্য না থাকায় সিরাজ মাস্টারের পক্ষে ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আদালতের নির্দেশে রাষ্ট্রীয় খরচে আবুল হাসানকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয়।

খান আকরামের আইনজীবী এম সারওয়ার হোসাইন বলেন, তিনটি অভিযোগের মধ্যে দুটিতে আমরা ন্যায় বিচার পেয়েছি। আরেকটিতে ন্যায়বিচার পাইনি। আশা করি আপিলে ন্যায়বিচার পাবো।

প্রসঙ্গত, মঙ্গলবার ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, আসামি সিরাজের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আর আকরাম দোষী সাব্যস্ত হয়েছেন তিনটি অভিযোগের মধ্যে একটিতে।

উল্লেখ্য, সিরাজুল হক ও খান আকরাম হোসেনের সঙ্গে একই মামলায় আব্দুল লতিফ তালুকদার (৭৫) নামে আরেকজন   অভিযুক্ত হন। কিন্তু রায়ের আগেই গত ২৭ জুলাই বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যু হওয়ায় তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।

এফএইচ/আরএস/এমআরআই