কল্যাণপুরে জঙ্গি আস্তানা, প্রতিবেদন দাখিল ১৪ অক্টোবর
রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার কর্মকর্তা উন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ এ দিন ধার্য করেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিংয়ে’ রাতভর জঙ্গিবিরোধী অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। দিবাগত রাত ১টার দিকে কল্যাণপুরের ৫ নম্বর রোডে সাততলা ভবনটিতে অভিযানে যান পুলিশ সদস্যরা। এ সময় ভবনের পঞ্চমতলা থেকে জঙ্গিরা ককটেল ছোড়ে। পরে ভবনটির আশপাশের এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই অভিযানে নয়জন নিহত হয়। পুলিশ জানায়, নিহতরা সবাই জঙ্গি ছিল।
ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়। ওই মামলায় প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিনে তা পিছিয়ে তারিখ ঠিক করেছেন।
জেএ/এফএইচ/জেএইচ/এমএস