কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুৎফুন্নাহারের জামিন
কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও ইডেন কলেজের ছাত্রী লুৎফুন্নাহার ওরফে লুমা সরকারের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত।
সোমবার বিকেলে জামিন-সংক্রান্ত বিষয়ে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ লুৎফুন্নাহারের জামিন মুঞ্জুর করে আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার লুৎফুন্নাহার লুমার জামিনের আবেদন করা হলেও মামলার নথি না থাকায় গতকাল শুনানি হয়নি। ফলে সোমবার আদালত মামলার প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানির দিন ধার্য করেছিলেন। পরে আজ বিকেল শুনানি শেষে তাকে জামিন দেন। তার জামিনের মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়া সবাই জামিন পেলেন।
এদিকে, রোববার (২৬ আগস্ট) কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়া শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ওরফে তুষার ও নিরাপদ সড়ক আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া নারী উদ্যোক্তা বর্ণালী চৌধুরী লোপাকে জামিন দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
এফএইচ/এমআরএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ অপহরণ ও ধর্ষণ চেষ্টার মামলায় কারাগারে সাংবাদিক মোল্লা জালাল
- ২ পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে কমিশন কেন নয়, হাইকোর্টের রুল
- ৩ খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ নভেম্বর
- ৪ জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর সোহেল গ্রেফতার
- ৫ সাংবিধানিক অধিকার রক্ষার কাজ এখনও শেষ হয়নি: ড. কামাল হোসেন