ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

জাবালে নূরের চালকের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১৯ আগস্ট ২০১৮

রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় জাবালে নূর পরিবহনের চালক জোবায়ের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

এর আগে ১৩ আগস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জোবায়ের। ৬ আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১ আগস্ট বাস মালিককে রাজধানীর একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর পরিবহনের বাসচাপায় ঘটনাস্থলেই মারা যায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব। একই ঘটনায় আহত হয় ১০-১৫ জন শিক্ষার্থী।

এ ঘটনায় দিয়ার বাবা জাহাঙ্গীর হোসেন ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।

জেএ/এএইচ/জেআইএম

আরও পড়ুন