ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ধাক্কা : চালক-হেলপার কারাগারে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৬ আগস্ট ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গাড়িতে ধাক্কা দেয়ায় গ্রেফতার নিউভিশন পরিবহনের চালক মানিক মিয়া ও হেলপার ইব্রাহীম খলিল ইমনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (১৬ আগস্ট) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক রুহুল আমীন। অপর দিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোগী দেখতে শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান। রোগী দেখে তিনি নাখাল পাড়ার উদ্দেশে রওনা দেন। মন্ত্রীর গাড়িটি হাসপাতালের সামনে কলেজ গেটের বিপরীতে গেলে পেছন থেকে নিউভিশনের বাস (ঢাকা মেট্রো ব-১১-৭৪৭৫) ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বাসটি জব্দ করা হয়। বাসটি মিরপুর থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল। তখন হেলপার ইব্রাহীম খলিল ইমন (২২) চালকের আসনে ছিল। তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। ঘটনার পর চালক মানিক মিয়া ও হেলপার ইব্রাহীম খলিল ইমনকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ পরিদর্শক এখলাসুর রহমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

জেএ/এএইচ /পিআর

আরও পড়ুন