ফেসবুকে গুজব : দুই যুবক ৩ দিনের রিমান্ডে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার দুই যুবকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করে পুলিশ। এ সময় রাজধানীর পল্টন থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থী নাজমুস সাকিব (২৪) ও কামরাঙ্গীরচরের জামিয়া নুরানিয়া মাদরাসার শিক্ষার্থী আহমাদ হোসাইন (১৯)।
মঙ্গলবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিট।
বুধবার (১৫ আগস্ট) দুপুরে তাদের বিরুদ্ধে পল্টন থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়। মামলা নম্বর-২৪।
সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান জাগো নিউজকে বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত ৪-১৪ আগস্ট ফেসবুক নজরদারি করে সিআইডি। আসামিরা বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য, ভিডিও পোস্ট করে আন্দোলনে উস্কানি দেয়।
জেএ/এএইচ/আরআইপি