ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

আরও এক মামলায় খালেদার জামিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১১ পিএম, ১৪ আগস্ট ২০১৮

নড়াইলের মামলায় জামিনের একদিন পর মুক্তিযুদ্ধে শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানির মামলাতেও জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এ মামলায় জামিন চেয়ে গতকাল আবেদন করা হয়েছিল। ওই আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদার ছয় মাসের জামিন মঞ্জুর করেন।

তবে এ মামলাতে জামিনও পেলেও অন্য মামলায় গ্রেফতার থাকার কারণে এখনই কারাগার থেকে মুক্ত হতে পারছেন না খালেদা জিয়া।

এর আগে গত ৭ আগস্ট ঢাকার একটি আদালত এই মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন। এরপরই তারা হাইকোর্টে আসেন।

২০১৬ সালের ৫ জানুয়ারি এ বি সিদ্দিকী মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

এফএইচ/এনএফ/জেআইএম

আরও পড়ুন