ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ঢাকা উত্তর সিটি নির্বাচন আরও ছয়মাস স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১২ আগস্ট ২০১৮

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনের ওপর স্থগিতাদেশের মেয়াদ আরও ছয়মাস বাড়িয়েছেন হাইকোর্ট।

রোববার হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। তার সঙ্গে ছিলেন রিটকারী আহসান হাবিব ভূঁইয়া। তবে, এ মামলায় অন্য কোনো পক্ষের আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন না।

পরে আহসান হাবিব ভূঁইয়া সাংবাদিকদের বলেন, এর আগে এক রিটের শুনানি নিয়ে ডিএনসিসির উপ-নির্বাচন তিন মাসের জন্য স্থগিত রাখার পাশাপাশি রুল জারি করেছিলেন হাইকোর্ট। আজ আমরা রিটকারীর পক্ষে সে রুলের শুনানি শেষ করেছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে, এ মামলার সরকার পক্ষসহ সংশ্লিষ্ট পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। এছাড়াও আমরা এই উপ-নির্বাচন আরও ছয়মাসের জন্য স্থগিত চেয়ে আবেদন জানাই। যার পরিপ্রেক্ষিতে আদালত আমাদের আবেদন গ্রহণ করে উপ-নির্বাচনের ওপর আরও ছয়মাসের স্থগিতাদেশ দেন।

এর আগে গত ১৬ জানুয়ারি ডিএনসিসি’র নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন নতুন ওয়ার্ড হিসেবে যুক্ত হওয়া ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রকে বিবাদী করা হয়েছে। অপর রিটটিতে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিবকে বিবাদী করা হয়।

সে রিটের শুনানি নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে, গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এরপর ডিএনসিসি’র উপ-নির্বাচন স্থগিত হয় এবং এর কিছুদিন পরেই হাইকোর্টে এর ওপর জারি করা রুলের শুনানি শুরু হয়।

এফএইচ/জেএইচ/জেআইএম

আরও পড়ুন

বিজ্ঞাপন