ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

কুড়িগ্রাম-৩ আসনে উপ-নির্বাচনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১১ পিএম, ২৪ জুলাই ২০১৮

কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ওই আসনে আগামীকাল (২৫ জুলাই) অনুষ্ঠিতব্য নির্বাচনে কোনো বাধা থাকলো না। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এদিন রিটকারী এস এম মোস্তাফিজুর রহমানের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন শেখ জাহাঙ্গীর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

রিট খারিজের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

উল্লেখ্য, গত ১৮ জুলাই সীমানা নির্ধারণ-সংক্রান্ত জটিলতা নিয়ে কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে ইসির প্রকাশিত গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আসনের ভোটার এস এম মোস্তাফিজুর রহমান। রিট আবেদনকারী বর্তমানে কুড়িগ্রাম-৪-এর ভোটার। গেজেটে প্রকাশিত কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনেও ভোট দিতে পারবেন- এ বিষয়টির বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।

জেলা নির্বাচন অফিস জানায়, কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হলেও এই উপ-নির্বাচন দশম জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হবে। পূর্ববর্তী সীমানা অনুযায়ী কুড়িগ্রাম-৩ আসনের বর্তমান ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৬৬ হাজার ৮১১।

গত ১১ মে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ জুলাই কুড়িগ্রাম-৩ (উলিপুর উপজেলা একটি ও চিলমারীর ২টি ইউনিয়ন বাদে) আসনে উপ-নির্বাচন হওয়ার কথা। এ অবস্থায় সীমানা নির্ধারণ নিয়ে ৩০ এপ্রিল ইসির প্রকাশিত এক গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের বাসিন্দা এস এম মোস্তাফিজুর রহমান রিট করেন।

আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, ৩০ এপ্রিল সীমানা নির্ধারণ-সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বলা হয়, চিলমারী উপজেলার চারটি ইউনিয়ন কুড়িগ্রাম-৪ আসনে অন্তর্ভুক্ত হবে। এই চার ইউনিয়ন হলো চিলমারী, রমনা, রানীগঞ্জ ও থানাহাট। আরও বলা হয়, এই চার ইউনিয়নের বাসিন্দারা কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনেও ভোট দিতে পারবেন।

এই রিটটি খারিজ হয়ে যাওয়ায় আগামীকাল (মঙ্গলবার) ওই আসনের উপ-নির্বাচনে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবী।

এফএইচ/এসএইচএস/এমএস

আরও পড়ুন