ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

মাহমুদুর রহমানের ওপর হামলাকারীদের শাস্তি দাবি আইনজীবী সমিতির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৩ জুলাই ২০১৮

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।

সোমবার সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, একটি মামলায় হাজিরা দিতে গিয়ে বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আদালত চত্বরে যে ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছেন, তাতে পুরো দেশের মানুষ স্তম্ভিত। সরকারের উচ্চপর্যায়ের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা না থাকলে এ ধরনের ঘটনা কখনওই ঘটত না। বিজ্ঞপ্তিতে আইনজীবী নেতারা মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

এফএইচ/এসআর/জেআইএম

আরও পড়ুন