নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির
খুলনা সিটির পর গাজীপুর সিটি নির্বাচনে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হয়েছে- এমন দাবি করে কমিশনের পদত্যাগ চেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনের আগেই কমিশনের পদত্যাগ দাবি করেন তারা।
রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ব্যানারে শহীদ সফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি তোলা হয়।
মাহবুব উদ্দিন খোকন বলেন, নির্বাচন কমিশন (ইসি) খুলনা সিটির পর গাজীপুর সিটি নির্বাচনে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। সকল প্রার্থীর পক্ষে নিরপেক্ষ অবস্থান না নেয়া গেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অনতিবিলম্বে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি জানাচ্ছে।
জয়নুল আবেদীন বলেন, তিন সিটি কর্পোরেশন নির্বাচনেই সরকার সমর্থকদের ছাড়া অন্য প্রার্থীদের আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা বাড়িতে থাকতে দিচ্ছেন না। বিশেষ করে রাজশাহী সিটি কর্পোরেশনে ব্যাপক ধরপাকড় চলছে। এসব কর্মকাণ্ডে সরকারের সরাসরি সহায়তা এবং নির্বাচন কমিশনের ব্যর্থতা সমগ্র জাতিকে হতাশ করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সমিতির সাবেক সহ-সভাপতি এ বি এম ওয়ালিউর রহমান খান, সহ-সম্পাদক এ বি এম রফিকুল হক তালকুদার রাজা প্রমুখ।
এফএইচ/এনএফ/পিআর