ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৬ আগস্ট ২০১৫

মুহাম্মদ শফিকুর রহমানকে সভাপতি এবং কামরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সকল ধরনের কার্যক্রমের উপর ছয়মাসের অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে ওই কমিটির কার্যক্রমের উপর কেন স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ১১ জনকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদারের হাইকোর্টের একক বেঞ্চ এই আদেশ দেন। মেয়াদ উত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল আহমেদের করা এক আবেদনে এ নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। আবেদনকারী পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট সালেহ উদ্দিন।

গত ২৮ মে জাতীয় প্রেসক্লাবের আওয়ামী লীগ সমর্থক সদস্য এবং বিএনপি সমর্থকদের একাংশ বৈঠক করে ‘সমঝোতার’ মাধ্যমে মুহাম্মদ শফিকুর রহমানকে সভাপতি এবং কামরুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে। এ অবস্থায় এই কমিটিকে অনির্বাচিত কমিটি দাবি করে মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল আহমেদ ওই কমিটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে আবেদন করেন। কিন্তু ওই আদালত কোনো নিষেধাজ্ঞা না দিয়ে আবেদনটি নথিতে রেখে দেন। এ অবস্থায় ওই আদেশের বিরুদ্ধে বুধবার হাইকোর্টে রিভিশন আবেদন করেন সৈয়দ আবদাল আহমেদ। বৃহস্পতিবার শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট।

উল্লেখ্য, কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদের নেতৃত্বাধীন ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হয় গত ৩১ ডিসেম্বর। কিন্তু নির্বাচনে জটিলতা দেখা দেওয়ায় উভয়পক্ষের সাংবাদিক নেতারা সমঝোতার মাধ্যমে একটি কমিটি গঠনের প্রচেস্টা চালিয়ে যাচ্ছিলেন। এরইমধ্যে বিএনপি সমর্থক সাংবাদিকদের একটি অংশ সরকার সমর্থক সাংবাদিকদের সঙ্গে আপোস করে মুহাম্মদ শফিকুর রহমান ও কামরুল ইসলাম চৌধুরীর নেতৃত্ব কমিটি ঘোষণা করে।

এফএইচ/এএইচ/পিআর