গাইবান্ধার ৫ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ৮ আগস্ট
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধা সদর উপজেলার আব্দুল জব্বার মন্ডলসহ পাঁচজনের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগমী ৮ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে।
মামলার আসামি ছয়জন হলেও মো. আজগর আলী খান মারা যাওয়ায় বর্তমানে পাঁচজন রয়েছেন। অপর আসামিরা হলেন- মো. আব্দুল জব্বার মন্ডল (৮৬), তার ছেলে মো. জাছিজার রহমান ওরফে খোকা (৬৪), মো. আব্দুল ওয়াহেদ মন্ডল (৬২), মো. মোন্তাজ আলী ব্যাপারী ওরফে মমতাজ (৬৮), মো. রনজু মিয়া (৫৯)। এদের মধ্যে রনজু মিয়া বাদে সবাই পলাতক।
বুধবার মামলার নির্ধারিত দিনে প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
২০১৫ সালের ১২ অক্টোবর থেকে এই মামলায় তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী চার অপরাধের অভিযোগ আনা হয়েছে চূড়ান্ত প্রতিবেদনে।
এফএইচ/বিএ